09678662828
info@agro1bd.com
Follow Us:

ধানের উফরা রোগ Ufra Disease of Rice (Ditylenchus angustus) কৃমিজনিত রোগ।

কারণঃ



লক্ষণঃ


  • এটি মাটি, রোগাক্রান্ত নাড়া ও খড়ে থাকে।
  • এ কৃমি ধান গাছের আগার কচি অংশের রস শুষে খায়, ফলে প্রথম পাতার গোড়ায় অর্থ্যাাৎ পাতা ও খোলের সংযোগ স্থলে সাদা ছিাটা ফোটা দাগের ন্যায় দেখা যায়। সাদা দাগ ক্রমেই বাদামী রঙের হয় এবং পরে দাগগুলি বেড়ে সম্পূর্ণ পাতাটা শুকিয়ে ফেলে। ফলে অনেক সময় থোড় বা ছড়া বের হতে পারে না অথবা ছড়া ভিতরে কুচকানা বা মোছড়ানো অবস্থায় থাকে।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ


  • ফসল কাটার পর আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়ে নষ্ট করা।
  • ধান ছাড়া ঐ জমিতে অন্যান্য ফসলের চাষ করা।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
  • আক্রান্ত ক্ষেতের পানি অন্য ক্ষেতে না দেওয়া।
  • যেখানে সম্ভব বৎসরের প্রথম বৃষ্টির পর জমি চাষ দিয়ে ১৫-২০ দিন ফেলে রাখা (মাটি শুকালে কৃমি মারা যায়)
  • ফুরাডান ৩ জি নামক দানাদার বালাইনাশক বিঘা প্রতি ৪.৫ কেজি চাষের সময় ব্যবহার করা।

অন্যান্য অনুরূপ রোগ