09678662828
info@agro1bd.com
Follow Us:


এগ্রো-১ সম্পর্কে

‘’প্রশিক্ষিত উদ্যোক্তার হাতে স্মার্ট কৃষি ছড়িয়ে পড়ুক সাধারন কৃষকের মাঝে’’- দেশের কৃষি , কৃষক এবং বেকার যুবকদের আতমকর্মসংস্থান সৃষ্টিতে কাজ চালিয়ে যাওয়া একটি আধুনিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এগ্রো-১।

এগ্রো-১ যাত্রা শুরু করে ২৮ শে ফেব্রুয়ারী ২০২০ সালে করোনা মহামারির শুরুতে । প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করা এগ্রো-১ এর কার্যক্রম, করোনা মহামারির শত বাধা পেড়িয়ে পৌছে যায় সারা বাংলাদেশে। মাত্র ২০ শতাংশ জমি নিয়ে শুরু করা এগ্রো-১ বর্তমানে দাঁড়িয়ে আছে ৭০ বিঘা জমির উপর।

সারাদেশের উদ্যোক্তাদের সহজ সেবা নিশ্চিত করতে দেশব্যাপী এগ্রো-১ এর শাখা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ২০২২ সালে এগ্রো-১ প্রথম শাখা প্রতিষ্ঠা করা হয় মেহেরপুর সদরে। দেশের দক্ষিণবঙ্গে স্মার্ট উদোক্তা তৈরি , উদ্যোক্তাদের সবধরনের সেবা ও আধুনিক কৃষি পণ্য সরবরাহের উদ্যেশ্যে এই শাখা প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও উদ্যোক্তাদের উন্নত জাতের বীজ সরবরাহের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় এগ্রো-১ সীড। যেখানে ১৫ টি উচ্চ মূল্য ফসলের ৪৫ টি জাত নিয়ে কাজ করা হচ্ছে । প্রথমে নিজেদের ক্রপ মিউজিয়ামে যাচাই বাছাই করে তারপর সেরা জাতগুলোই তুলে দেয়া হয় উদ্যোক্তাদের হাতে।

স্মার্ট উদ্যোক্তা তৈরির জন্য এগ্রো-১ লার্নিং একাডেমির আওতায় বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করা হয় । এগ্রো-১ এর প্রতিষ্ঠাতা জনাব সামিউল ইসলাম তার ১২ বছরের কৃষি ক্যারিয়ারের বাস্তবিক জ্ঞানকে কাজে লাগিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। ১ দিন ব্যাপী স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এগ্রো-১ প্রতিমাসে প্রশিক্ষণ প্রদান করে প্রায় ৫০০ জন কৃষিপ্রেমি মানুষকে।

প্রশিক্ষণের পাশাপাশি সবধরনের কৃষি পরামর্শ, সিডলিং ট্রে ও কোকোপিটে উৎপাদিত শতভাগ সুস্থ শিকড়যুক্ত চারা, আধুনিক কৃষি উপকরণ (মালচিং ফিল্ম, সিডলিং ট্রে, ইউভি পলি , শেডনেট, মালচিং কাটার ইত্যাদি), জৈব সার (ট্রাইকোকম্পোস্ট , ভার্মি কম্পোস্ট) , রাসায়নিক ও জৈব বালাইনাশক সহ আধুনিক চাষাবাদের জন্য প্রয়োজনীয় সকল কৃষি পণ্য সরবরাহ করছে এগ্রো-১ । একই সাথে বিক্রয় পরবর্তী সেবা প্রদান, সার্বক্ষনিক তত্বাবধান ও সরাসরি মাঠ পরিদর্শনের মাধ্যমে উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়তই।